1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৩ পূর্বাহ্ন

সাবেক কাউন্সিলর বাবুল মিয়ার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বাবুল মিয়ার বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ব্যবসায়ীদের ষড়যন্ত্র মূলক হত্যা মামলায় ফাঁসিয়ে হয়রানি করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ভুক্তভোগী পরিবার।

শনিবার (২৬ এপ্রিল) দুপুরে রাজধানীর রহমতগঞ্জ খেলার মাঠে আয়োজিত মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের পক্ষে সাথী বেগম দাবি করেন, লালবাগের ইসলামবাগ এলাকায় তাদের একটি মাল্টিপারপাস ব্যবসা প্রতিষ্ঠানে শহিদুল ইসলাম বাবুল ৫ লাখ টাকা চাঁদা দাবি করে।

চাঁদা না পেয়ে তাদের মাল্টিপারপাস ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর ও গত পহেলা জানুয়ারি রাতে সংঘটিত রিকশাচালক মাহবুব হত্যা মামলায় ব্যবসায়ী ডানু এবং জনি কে ফাঁসিয়ে দেয়। পরবর্তীতে র‍্যাব ডানু ও জনিকে হত্যা মামলায় গ্রেফতার করে।

পরিবারের অভিযোগ গ্রেপ্তার ডানু এবং জনি নিরপরাধ তারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত নয়। তাদের মাল্টিপারপাস ব্যবসা নিয়ন্ত্রণে নিতে পরিকল্পিতভাবে এদের ফাঁসানো হয়েছে। তারা আরো বলেন, নিহত রিকশা চালক মাহবুবকে গ্রেপ্তারকৃত জনি এবং ডানু কখনো দেখেনি এবং তার সাথে কোন সম্পর্ক নেই।

মামলার তদন্ত কর্মকর্তার কাছে সুষ্ঠুভাবে তদন্ত করে প্রকৃত দোষীদের গ্রেপ্তারের দাবি জানান। মানববন্ধনে জনি স্ত্রী ফারজানাসহ এলাকাবাসীর পক্ষে এরফান ও রশিদ উপস্থিত ছিলেন।

এসময় আসামি ডানু ও জনির মা কান্না ভরা কন্ঠে বলেন আমার ছেলেদের ষরযন্ত্র করে সাবেক কমিশনার বাবুল চাঁদা দাবি করায় তাকে না দিলে হত্যা মামলায় ফাঁসিয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews