ডেস্ক নিজউ: এ বছর রাজধানীর আফতাবনগর ও মেরাদিয়ায় কোনো পশুর হাট বসবে না, হাইকোর্টের এমন আদেশ বহাল রেখেছেন চেম্বার আদালত।
এ দুজায়গায় হাট বসাতে হাইকোর্ট নিষেধাজ্ঞা দিলেও সেই আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে যায় ইজারাদাররা। বুধবার (২১ মে) উভয়পক্ষের শুনানি শেষে চেম্বার জজ মো. রেজাউল হক “নো অর্ডার” দেন। এর ফলে হাইকোর্টের আদেশটি বহাল রইলো বলে জানান আইনজীবীরা।
এর আগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর বনশ্রীসংলগ্ন মেরাদিয়া বাজারের পূর্ব পাশে খালপাড়ের খালি জায়গায় অস্থায়ী পশুর হাট বসানোর ওপর তিন মাসের নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট।
এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদেশের বিষয়টি জানিয়েছেন রিট আবেদনকারীর অন্যতম আইনজীবী জহিরুল ইসলাম।
এর আগে গত ২১ এপ্রিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তার সই করা এক ইজারা বিজ্ঞপ্তির মাধ্যমে অস্থায়ী পশুর হাটের জন্য দরপত্র আহ্বান করা হয়। বিজ্ঞপ্তির ৯ নম্বর কলামে অস্থায়ীভাবে কোরবানির পশুর হাটের জন্য ‘মেরাদিয়া বাজারের পূর্ব পাশে খাল পাড়ের খালি জায়গা’ ইজারার বিষয়টি উল্লেখ রয়েছে। পবিত্র ঈদুল আজহার দিনসহ পাঁচ দিন হাট বসার কথা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। ইজারা বিজ্ঞপ্তির ৯ নম্বর কলামের বৈধতা নিয়ে বনশ্রীর স্থানীয় বাসিন্দা মো. শাহাবউদ্দিন শিকদার রিটটি করেন।