1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০৩:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেত্রী নিপুন রায় চৌধুরীর জন্মদিনে শুভেচ্ছার বন্যা কেরানীগঞ্জে কুখ্যাত ডাকাত বিগশো গ্রেফতার কেরানীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৩ নারীসহ ৮ কারবারি আটক ইসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন এনসিপির শাপলা প্রতীক নিয়ে সুরাহা না হওয়ায় বিশেষ কৃতিত্বের স্বীকৃতি “স্টার অ্যাওয়ার্ড“ পেলেন অ্যাড: মোঃ ফারুক হোসেন তপাদার নির্বাচন একটি যুদ্ধক্ষেত্র,আমাদের দায়িত্ব নিরপেক্ষ থাকা : প্রধান উপদেষ্টা লুঙ্গি গামছা পড়ে ছদ্মবেশে পুলিশ, ডাকাত সর্দার গ্রেফতার ছাত্রীর সাথে তার বয়ফ্রেন্ডের সম্পর্কে টানাপোড়েন ঘটনায় খুন জবি ছাত্রদল নেতা জুবায়েদ ৫ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বিমানবন্দরের কার্গো সেকশনে লাগা আগুন কেরানীগঞ্জে ‘ঢালাই স্পেশাল সিমেন্ট’-এর ডিলার উদ্বোধন

কেরানীগঞ্জে ব্যাংকে দুর্ধর্ষ চুরি, আটক ৩

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫

কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকার কেরানীগঞ্জের রোহিতপুর বোডিং এলাকায় আইএফআইসি ব্যাংকে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ সময় চোর চক্র ১৫ লক্ষ ২০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। এই ঘটনায় ব্যাংকের নাইট গার্ড সহ জড়িত তিনজনকে আটক ও চুরিকৃত টাকা উদ্ধার করেছে ঢাকা জেলা দক্ষিণ ডিবি ও কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। রবিবার রাতে বিদ্যুৎ চলে গেলে এ ঘটনা ঘটে।

 

ঘটনায় জড়িত সন্দেহে আটককৃতরা হলো,নাইটগার্ড সিয়াম (২৬), আলামিন হওলাদার(২৭) ও ইমরান হোসেন (২৬)।

সোমবার (৯ জুন) সকাল থেকে মঙ্গলবার(১০ জুন) বিকেলে রিপোর্ট লেখা পর্যন্ত কখন কোন সময় তাদেরকে গ্রেফতার করা হয়েছে তদন্তের স্বার্থে পুলিশ বিষয়টি গোপন রেখে তদন্ত অব্যাহত রেখেছে।

 

জানা গেছে, রহিতপুর বোর্ডিং এলাকায় আইএফআইসি ব্যাংক ঈদের ছুটিতে বন্ধ থাকায় নাইটগার্ড সিয়াম ব্যাংকের ভেতরে অবস্থান করতো। রবিবার রাতে আইএফআইসি ব্যাংকের সেন্ট্রাল মনিটরিং অফিস থেকে ব্যাংকের সিসি ক্যামেরা বন্ধ থাকায় ম্যানেজারকে ফোন করে সিসি ক্যামেরা বন্ধ কেন জানতে চাওয়া হলে তিনি নাইট গার্ড সিয়ামকে ফোন করে ক্যামেরা বিষয়ে জানতে চায়। সিয়াম তখন ম্যানেজার কে জানায় সে সন্ধ্যা ছয়টা থেকে রাত ৯ টা পর্যন্ত ব্যাংকের বাইরে ছিল। এ সময় কে বা কারা পেছনের এডজাস্ট ফ্যান ভেঙে ব্যাংকের ভিতরে ঢুকে বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করে ভোল্ট ভেঙে টাকা পয়সা চুরি করে নিয়ে গেছে। পরবর্তীতে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ও ডিবি যৌথভাবে এ ঘটনায় তদন্ত শুরু করে।

 

পুলিশের একটি বিশ্বস্ত সূত্র থেকে জানা গেছে, ঘটনার পর ব্যাংকের নাইট গার্ড সিয়াম কে জিজ্ঞাসাবাদ করা হলে তার কথাবার্তা সন্দেহজনক হলে তাকে আটক করা হয়। পরে প্রাথমিক তদন্তে নাইট গার্ড তার সহযোগীদের নিয়ে টাকা চুরি করে ব্যাংকের পেছনের দেয়ালের এডজাস্ট ফ্যান ভেঙে চুরির নাটক তৈরি করেছে বলে স্বীকার করেছে। এই ঘটনায় ব্যাংক ম্যানেজার ও জড়িত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। আটককৃতদের কাছ থেকে ব্যাংকের চুরি হওয়া ১৫ লক্ষ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। ঘটনার বিস্তারিত জানতে এবং জড়িত আরো কেউ আছে কিনা সে বিষয়ে নিশ্চিত হতে আটককৃতদের ডিবি কার্যালয়ে অধিকতর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

 

এ বিষয়ে জানতে ঢাকা জেলা দক্ষিণ ডিবির ইনচার্জ সাইদুর রহমান ও কেরানীগঞ্জ মডেল থানা ইন্সপেক্টর (তদন্ত ) ইলিয়াস হোসেন ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় অভিযান অব্যাহত আছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews