1. ashiqnur96@gmail.com : editor :
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

কেরানীগঞ্জে ইয়াং ড্রাগন মার্শাল আর্ট সেন্টারের বেল প্রদান ও কারাতে প্রদর্শনী

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

ঢাকার কেরানীগঞ্জে ইয়াং ড্রাগন মার্শাল আর্ট সেন্টার দি ফাইটার কারাতে স্কুল এর শিক্ষার্থীদের কারাতের বিভিন্ন কলাকৌশল প্রদর্শনী ও বেল প্রদান করা হয়েছে।
শুক্রবার বিকেলে কেরানীগঞ্জের জিনজিরা কমিউনিটি সেন্টারে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে কৃতি শিক্ষার্থীদের বেল প্রদান ও সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়।
ইয়াং ড্রাগন মার্শাল আর্ট সেন্টার দি ফাইটার কারাতে স্কুলের সভাপতি হাজী বাশারের সভাপতিত্বে ও প্রশিক্ষক আক্তার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ সহকারী কমিশনার (এসি ল্যান্ড) আব্দুল্লাহ আল মামুন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিনজিরা পিএম পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও জিনজিরা ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ মোকাররম হোসেন সাজ্জাদ। কেরানীগঞ্জ ওয়াসিং মালিক সমিতির সভাপতি মোবারক বেপারী, এটিএন নিউজ ও দৈনিক আমাদের সময়ের সাংবাদিক এম আশিক নূর, যুব ও ক্রীড়া সংগঠক সায়মন চৌধুরী। এছাড়া শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি আব্দুল্লাহ আল মামুন বলেন, “বর্তমান সমাজে তরুণদের অবক্ষয় রোধে এমন উদ্যোগ প্রশংসনীয়। আত্মরক্ষার কৌশল ও মানসিক বিকাশে মার্শাল আর্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মোবাইল আসক্তি ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে এ ধরনের প্রশিক্ষণ কার্যকর প্রভাব ফেলছে।”
প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে ও সহযোগিতায় সরকার পাশে থাকবে বলেও জানান প্রধান অতিথি।
উল্লেখ্য, বাংলাদেশের অন্যতম কারাতে গুরু ও চিত্র নায়ক মাসুম পারভেজ রুবেলের প্রতিষ্ঠান ইয়ান ড্রাগন মার্শাল আর্ট দি ফাইটার কারাতে স্কুলের একটি শাখা হিসেবে কেরানীগঞ্জের দীর্ঘদিন ধরে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews