মালয়েশিয়ার পূর্ব উপকূলীয় মহাসড়কে (ইস্ট কোস্ট হাইওয়ে) মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। স্থানীয় সময় শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গামবাংয়ের কাছে ইস্ট কোস্ট এক্সপ্রেসওয়ের ২০০.৮ কিলোমিটার দূরে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে।
মালয়েশিয়ার সংবাদমাধ্যম প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনায় চালক মো. সাব্বের হাসান (৩০) এবং দুই যাত্রী মো. জাহিদ হাসান (২১) এবং আবদুল্লাহ (২৪) মারা যান। ৪০ এবং ৪৫ বছর বয়সী আরও দুই যাত্রী সামান্য আহত হয়েছেন এবং তারা তেংকু আম্পুয়ান আফজান হাসপাতালে (এইচটিএএ) চিকিৎসাধীন রয়েছেন।
কুয়ানতান জেলার ভারপ্রাপ্ত পুলিশ প্রধান সুপারিনটেনডেন্ট মোহাম্মদ আদলি মাত দাউদ জানান, তদন্তে জানা গেছে যে পাঁচজন বিদেশি নাগরিক টয়োটা আভাঞ্জায় কুয়ান্টান থেকে কুয়ালালামপুর যাচ্ছিলেন।
তিনি বলেন, আমাদের মনে হচ্ছে, হাইওয়েতে গাড়ি চালানোর সময় সাব্বের গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এর ফলে গাড়িটি এক্সপ্রেসওয়ের বাম দিকে পিছলে যায়। চালক এবং দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন এবং তাদের দেহাবশেষ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
এক বিবৃতিতে তিনি আরও বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে চালকের বৈধ ড্রাইভিং লাইসেন্স ছিল না এবং এমপিভির রোড ট্যাক্স মে মাসে শেষ হয়ে গিয়েছিল। পুলিশ বর্তমানে অধিকতর তদন্ত করছে।