কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকার কেরানীগঞ্জে নাশকতা মামলায় শাক্তা ইউনিয়ন কৃষক লীগের সহ-সভাপতি মঞ্জুর হোসেন গ্রেফতার হয়েছেন।
সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় খোলামোড়া নিজ বাড়ি থেকে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের একটি চৌকস দল তাকে গ্রেফতার করে।
মঞ্জুর হোসেন ও তার ভাইদের বিরুদ্ধে পতিত আওয়ামী লীগ আমলে মামলা, হামলা, দখলবাজিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। স্থানীয়রা অভিযোগ করেন, তাদের কারণে এলাকার মানুষ অতিষ্ঠ ছিলেন।গ্রেফতারের খবরে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।
গ্ৰেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল হক ডাবলু।