কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জের তারানগর ইউনিয়নের গুইটা কৃষ্ণনগর এলাকায় আড়াইশো বছরের পুরানো মন্দির, বিদ্যালয় ও শত শত পরিবারের বসতভিটা রক্ষার দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এ কর্মসূচিতে নারী-পুরুষ, শিক্ষার্থী, প্রবীণসহ কয়েকশ’ মানুষ অংশ নেন।
তাদের দাবী কিছু আবাসন প্রকল্পকে সুবিধা দিতে এলাকার কিছু অসাধু লোক মানুষের বসতভিটা, মন্দির, মসজিদ, স্কুলসহ জনবসতি এলাকার উপর দিয়ে রাস্তা নির্মাণ করছে । তাই নিজেদের অস্তিত্ব রক্ষায় কর্তৃপক্ষের সিদ্ধান্ত বদলাতে এবং খালি জায়গা দিয়ে রাস্তা নির্মাণের দাবিতে তারা এই মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সরকারের উন্নয়ন প্রকল্পের আওতায় নতুন রাস্তার জন্য পর্যাপ্ত খালি জমি থাকা সত্ত্বেও জোরপূর্বক বসতবাড়ি, মন্দির, মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠানের ওপর দিয়েই সড়কের নকশা তৈরি করা হয়েছে। এতে প্রায় দুই থেকে তিন শত পরিবারের ভিটেমাটি ধ্বংসের মুখে পড়বে।
স্থানীয়দের অভিযোগ, উন্নয়নকে অজুহাত করে মানুষের ঘরবাড়ি ও ধর্মীয় উপাসনালয় ভাঙা হচ্ছে। রাস্তা মানুষের জন্য, কিন্তু সেই রাস্তা যদি মানুষের ঘরবাড়ি কেড়ে নেয় তবে তা উন্নয়ন নয়, ধ্বংস, —এমন মন্তব্য করেন ক্ষতিগ্রস্ত একাধিক বাসিন্দা। তাদের আশঙ্কা, প্রস্তাবিত সড়কের উচ্চতা অনেক পরিবারের ছাদের সমান হয়ে যাবে, যা পরিবার ও শিশুদের জন্য ভয়াবহ ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে।