ঢাকার কেরানীগঞ্জ নানার বাড়িতে বেড়াতে গিয়ে মানসিক প্রতিবন্ধী মায়ের হাতে আব্দুর রহমান নামে তার দুই বছর বয়সী এক শিশুকে হত্যার ঘটনা ঘটেছে। এ সময় মা তার ছেলেকে হত্যা করে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে খাটের নিচে রেখে দেয়।
রবিবার সকালে মডেল থানা এলাকার কলাতিয়ার জৌনপুর গ্রামের আবুল ভুইয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
ছেলেকে দেখতে গিয়ে ঘরের ভেতর তাকে না পেয়ে পিতা টুটুল মিয়া অনেক খোঁজাখুঁজির পরে খাটের নিচ থেকে ছেলের মরদেহ দেখে চিৎকার দিলে এলাকাবাসী ছুটে এসে পুলিশে খবর দেয়। পরে কলাতিয়া পুলিশ ফাঁড়ির সদস্যরা মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় ঘাতক মা আতিয়া শারমিনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
কেরানীগঞ্জ মডেল থানার ওসি মনিরুল হক ডাবলু জানান, পরিবার ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে বেশ কয়েকদিন যাবৎ শিশুটির মা আতিয়া শারমিন মানসিক ভারসাম্যহীন অবস্থায় রয়েছে। খুনের বিষয় জানতে তাকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। কি কারণে শিশুটিকে হত্যা করা হয়েছে সে বিষয়ে তদন্ত চলমান রয়েছে।
তিনি আরো জানান, শিশুটির বাবা টুটুল মিয়া বাদী হয়ে মা আতিয়া শারমিনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেছেন।