1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৮ পূর্বাহ্ন

কোটি টাকার স্বর্ণেরবারসহ পাচারকারী আটক

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

যশোরে ৬৯৭ গ্রাম ওজনের পাঁচটি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করা হয়েছে। জব্দকৃত স্বর্ণের মূল্য এক কোটি ১১ লাখ টাকা।

আজ বৃহস্পতিবার যশোর-খুলনা মহাসড়কের মুড়লি মোড় এলাকা থেকে ওই স্বর্ণের চালান আটক করে ৪৯ বিজিবির সদস্যরা। আটক আবু বক্কর সিদ্দিকী শ্যামপুর গেন্ডারিয়া এলাকার সাইজদ্দিনের ছেলে।

৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে যশোর-খুলনা মহাসড়কে মুড়লীর মোড় বাসস্ট্যান্ড এলাকায় পাকা রাস্তার ওপর হতে একজন সন্দেহভাজন ব্যক্তির কোমরে থাকা পাঁচটি স্বর্ণের বার জব্দ করা হয়েছে। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে আবু বক্কর জানায়, ঢাকা থেকে বেনাপোল হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণগুলো নিয়ে যাচ্ছিল।

তিনি আরও জানান, জব্দকৃত স্বর্ণের মূল্য এক কোটি ১১ লাখ টাকা। এ ঘটনায় মামলা দায়েরের মাধ্যমে আসামিকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews