1. ashiqnur96@gmail.com : editor :
বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে নেই লিটন শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত নতুন নির্দেশনা সংশোধন করে শাপলা প্রতীক চেয়ে আবেদন করেছে এনসিপি ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালেন প্রধান উপদেষ্টা দামি গাড়িতে ভোটের মাঠ দাপিয়ে বেড়াবেন, মাঠ প্রশাসনের কর্মকর্তারা কেরাণীগঞ্জে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল পরিমাণ নকল ও ভেজাল ঔষধ-প্রসাধনী জব্দ বিশ্বব্যাপী সংঘাতে যুদ্ধবিরতি কার্যকরে ভূমিকা তুলে ধরলেন ট্রাম্প কেমিক্যাল গোডাউনে বিস্ফোরণ, চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন ফায়ার ফাইটার শামীম টঙ্গীতে আগুন নেভাতে গিয়ে ৪ ফায়ারসার্ভিস কর্মী আহত সাংবাদিকদের সন্ত্রাসী বললেন নির্বাহী ম্যাজিস্ট্রেট!

শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত নতুন নির্দেশনা

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
১২ দিনের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানে মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা

শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত মোট ১২ দিন কোনো পরীক্ষা না রাখার নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার (২৪ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রশাসন ও সংস্থাপন শাখা থেকে এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়েছে।

এতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ বছর শিক্ষাপ্রতিষ্ঠানের বাৎসরিক ছুটির তালিকা প্রণয়ন করা হয়। ওই তালিকায় দুর্গাপূজা, বিজয়া দশমী, ফাতেহা-ই-ইয়াজদাহম, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ১২ দিন অবকাশকালীন ছুটি অনুমোদন করা হয়।

উৎসবমুখর পরিবেশে ও যথাযথ ভাবগাম্ভীর্যের সঙ্গে এসব ধর্মীয় অনুষ্ঠান উদ্‌যাপনের নিমিত্তে ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ১২ দিন সব শিক্ষাপ্রতিষ্ঠানে কোনোরূপ পরীক্ষার দিন ধার্য না করার জন্য অফিস আদেশে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, ২০২৫ সালের ছুটির তালিকা ও বর্ষপঞ্জি অনুসারে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক স্কুলে ছুটি শুরু হবে। এরই ধারাবাহিকতায় ৭ অক্টোবর পর্যন্ত সাপ্তাহিক ছুটি ছাড়া ৮ দিন বন্ধ থাকবে স্কুলগুলো। পরবর্তীতে ৮ অক্টোবর থেকে ক্লাস শুরু হবে। অন্যদিকে ২৮ সেপ্টেম্বর থেকে কলেজের ছুটি শুরু হয়ে ৯ অক্টোবর পর্যন্ত সাপ্তাহিক ছুটি ছাড়া মোট ১০ দিন প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে। এছাড়া ১০ ও ১১ অক্টোবর শুক্র ও শনিবার হওয়ায় কলেজগুলোয় আগামী ১২ অক্টোবর থেকে ক্লাস শুরু হবে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews