বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর ঢাকা জেলা শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরীর জন্মদিন আজ (বুধবার)। সামাজিক যোগাযোগমাধ্যমে দিনভর শুভেচ্ছা বার্তা ও জন্মদিন পালনের ছবি ছড়িয়ে পড়েছে।
বিভিন্ন ইউনিটের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নিপুন রায় চৌধুরীকে শুভেচ্ছা জানিয়ে কেক কেটে জন্মদিন উদযাপন করেন। ফেসবুক ও এক্স (টুইটার)–এ তাকে শুভেচ্ছা জানিয়েছেন হাজারও নেতাকর্মী ও সমর্থক।
জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, “নিপুন রায় চৌধুরী বিএনপির একজন সাহসী, ত্যাগী ও সংগ্রামী নেত্রী। দলের গণতান্ত্রিক আন্দোলনে তার ভূমিকা অনন্য।”
রাজনৈতিক বিশ্লেষক ও দলীয় নেতারা বলেন, নিপুন রায় চৌধুরী তরুণ নেতৃত্বের মধ্যে একজন উদীয়মান মুখ। তিনি দলের কঠিন সময়ে সবসময় কর্মীদের পাশে থেকেছেন এবং সংগঠনকে শক্তিশালী করতে কাজ করে যাচ্ছেন।
উল্লেখ্য, নিপুন রায় চৌধুরী ১৯৮০ সালে মাগুরায় রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর কন্যা এবং পেশায় একজন আইনজীবী।







