কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২ ও ঢাকা-৩ আসনে মোট ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে ঢাকা-৩ আসনে ১০ জন এবং ঢাকা-২ আসনে ৩ জন প্রার্থী রয়েছেন।
কেরানীগঞ্জ উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, ঢাকা-৩ আসনে মনোনয়নপত্র সংগ্রহকারীদের মধ্যে রয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী গয়েশ্বর রায়। এছাড়া তাঁর পুত্রবধূ ও ঢাকা জেলা বিএনপির সম্পাদক নিপুণ রায়, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও কেরানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি নাজিমউদ্দিন মাস্টার, ঢাকা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ শাহীনুর ইসলাম মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এছাড়া যুবদল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি রেজাউল কবির পল, দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু, ইসলামী আন্দোলন বাংলাদেশের দক্ষিণ কেরানীগঞ্জ থানা সভাপতি সুলতান আহমেদ খান, ঢাকা জেলা (দক্ষিণ) ছাত্রদলের সভাপতি পাভেল মোল্লার মা পারুল মোল্লা, সাবেক ছাত্রদল নেতা মনির হোসেন এবং দক্ষিণ কেরানীগঞ্জের খেজুরবাগ–মীরেরবাগ এলাকার গৃহবধূ তাহমিনা রহমানও মনোনয়নপত্র সংগ্রহ করেন।
অন্যদিকে ঢাকা-২ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ধানের শীষের প্রার্থী আমানউল্লাহ আমান। এ ছাড়া ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা জহিরুল ইসলাম এবং জামায়াতে ইসলামীর প্রার্থী প্রকৌশলী মোহাম্মদ তৌফিক হাসান মনোনয়নপত্র সংগ্রহ করেন।
কেরানীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, সোমবার পর্যন্ত ঢাকা-২ আসন থেকে তিনজন এবং ঢাকা-৩ আসন থেকে মোট ১০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।