1. ashiqnur96@gmail.com : editor :
রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৫ পূর্বাহ্ন

সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের ধ্বসে যাওয়া স্থান পরিদর্শনে সচিব

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২ জুলাই, ২০২১
ছবিঃ প্রতিনিধি

 

প্রতিনিধি, সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ (হার্ড পয়েন্টের পুরাতন জেলখানা ঘাট) এলাকায় ধ্বসে যাওয়া স্থান পরিদর্শ করেছেন পানি সম্পদ মন্ত্রনালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার।

শুক্রবার দুপুরে তিনি ধ্বসে যাওয়া স্থান সহ পুরো বাঁধ এলাকা ঘুরে দেখেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড.ফারুক আহম্মেদ,বাংলাদেশ সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকতা সহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকতা কর্মচারীরা।

পরিদর্শনের সময় পানি সম্পদ সচিব বাঁধের ধ্বসে যাওয়া স্থানে পানি উন্নয়ন বোর্ডের কর্মকান্ড দেখেন। এ সময় তিনি বলেন,সিরাজগঞ্জ শহর রক্ষা বাধে ধ্বস নিয়ে শহরবাসীর আতঙ্কিত হওয়ার কিছু নেই। পানি উন্নয়ন বোর্ড ঘটনার পর পরই দিনরাত সেখানে জিও ব্যাগ,সিসি ব্লক ফেলে ভাঙ্গন নিয়ন্ত্রণে এনেছে। এখনো ভাঙ্গন স্থানে কাজ করা হচ্ছে।

উল্লেখ্য,গত মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের হার্ট পয়েন্ট জেলখানা ঘাটে হঠাৎ ১০০ মিটার বাধ ধ্বসে যায়। সিরাজগঞ্জ শহরকে যমুনা নদীর ভাঙ্গন থেকে রক্ষায় বঙ্গবন্ধু যমুনা সেতু প্রকল্পের আওতায় ১৯৯৮ সালে আড়াই কিলোমিটার দীর্ঘ এই বাঁধটি নির্মাণ করা হয়। ৩শ ৭৫ কোটি টাকা ব্যায়ে দক্ষিণ কোরিয়া ভিত্তিক ঠিকাদারী প্রতিষ্ঠান হুন্দাই লিমিটেড এই শহর রক্ষা বাঁধ নির্মাণ করে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews