1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৪ পূর্বাহ্ন

কেরানীগঞ্জে একদিনে  দুই লাশ উদ্ধার

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
ছবিঃ প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধিঃ
ঢাকার কেরানীগঞ্জ থেকে ১ দিনে  দুই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। ৬ জুলাই মঙ্গলবার  পৃথক স্থান থেকে লাশ দুটি উদ্ধার করে পুলিশ।

উদ্ধারকৃত লাশের একজন মডেল থানাধীন কালীন্দি ইউনিয়নের বরিসুর এলাকার মান্নান বাবুর্চির ছেলে পারভেজ ওরফে ডেঞ্জার পারভেজ (২৫)। নিখোঁজের ৩ দিন পর বুড়িগঙ্গা নদী থেকে পারভেজের লাশ উদ্ধার করে নৌ-পুলিশ।

অপরদিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন দ্বিতীয় বুড়িগঙ্গা সেতুর দক্ষিণ প্রান্ত এলাকায় একটি শপিংমলের সামনে থেকে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ নাসিরুল্লা(৪৫) নামের এক মাদকাসক্ত ব্যক্তিকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে মিডফোর্ট হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত পারভেজের বোন জামাই আলম জানান,পারভেজ একটি জুতার দোকানে কাজ করতো। সে পরিবারসহ বরিসুর বাবুল মিয়ার বাড়িতে ভাড়া থাকতো। গত রোববার সন্ধ্যায় নাঈম নামে এক বন্ধু পারভেজকে তার বাসা থেকে নদীর পারে ডেকে নিয়ে যায়। পরে অনেক রাত হলেও বাসায় না ফিরলে পারভেজের অন্তঃসত্ত্বা স্ত্রী স্বজনদের নিয়ে খোঁজাখুজি করে না পেয়ে কেরানীগঞ্জ মডেল থানায় একটি জিডি করেন।

মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন বুড়িগঙ্গা নদীর বরিসুর এলাকায় একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে নৌ-পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে প্রাথমিক রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য মিটফোর্ট হাসপাতাল মর্গে প্রেরন করেন।

নৌ পুলিশের এসআই শাহজাহান জানান, সকালে ফাঁড়িতে একজন ফোন করে জানান যে, নদীতে একটা লাশ ভাসছে। পরে সেখানে দ্রুত ছুটে গিয়ে লাশটি উদ্ধার করে মর্গে প্রেরন করি। এসময় লাশের মাথায় গুরুতর আঘাতের চিহৃ পাওয়া গেছে। এঘটনায় মামলা প্রকৃয়াধীন।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews