1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পূর্বাহ্ন

কেরানীগঞ্জে নির্মানাধীন ভবন থেকে পড়ে শ্রমিক নিহত

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১২ জুলাই, ২০২১

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া আটিপাড়া এলাকায় নির্মানাধীন ৫ তলা ভবনের ৪ তলা থেকে পরে এক শ্রমিক নিহত হয়েছে। নিহত শ্রমিকের নাম মহসিন সিকদার(৩৫)।

সোমবার (১২ জুলাই) সকালে ওই এলাকায় জনৈক রবিন মেম্বারের নির্মানাধীন ভবন থেকে  পড়ে সে মারা যায়।

নিহত মহসিনের পিতা আব্দুল খালেক শিকদার। সে বরিশাল জেলার কাজিরহাট থানার জয়নগর এলাকার বাসিন্দা। দক্ষিন কেরানীগঞ্জ থানাধীন বরইতলা এলাকায় শাহ আলমের বাড়িতে ভাড়া বসবাস করতো।

এঘটনায় নির্মানাধীন বাড়ির মালিকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি ঢাকা থাকি এ ব্যাপারে কিছু বলতে পারবো না। ঠিকাদার বলতে পারবে কি হয়েছে।

ঠিকাদার আলাউদ্দিনের সাথে কথা হলে তিনি বলেন, ওই শ্রমিক মাথা ঘুরে ৪ তালা থেকে নীচে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা গেছে।

নিহতের ঘটনায়  দক্ষিন কেরানীগঞ্জ থানার এসআই জালাল উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি। নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ প্রাপ্তির জন্য তারা আবেদন করেছে। পরে উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ ক্রমে নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় বিনা ময়না তদন্তে লাশ হস্তান্তর করা হয়েছে ।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews