1. ashiqnur96@gmail.com : editor :
রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৭ পূর্বাহ্ন

আজ ঈদ উদযাপন করেছে মাদারীপুরের ৪০ গ্রামে

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১

মাদারীপুর জেলার ৪০ গ্রামের ৩০ হাজার মানুষ আজ ঈদুল আযহা উদযাপন করছেন।

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে মঙ্গলবার সকালে জেলার,তাল্লুকচড়,আন্ডার চড়, সহ বিভিন্ন গ্রামের মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ঈদের নামাজ শেষে মহামারি করোনা ভাইরাস থেকে মুক্তির পাওয়ার জন্য বিশেষ দোয়া করা হয়। নামাজ শেষে কুরবানীর ঈদ উপলক্ষে গরু কোরবানী দেয়া হয়।

মাদারীপুরে সুরেশ্বর দরবার শরীফের পীর খাজা শাহ সূফী সৈয়দ নূরে আক্তার হোসাইন জানান, সুরেশ্বর দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত জান শরীফ শাহ্ সুরেশ্বরীর (রহ.) অনুসারীরা প্রায় দেড়শ’ বছর আগ থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে রোজা রাখেন এবং ঈদুল ফিতর ও ঈদুল আযহা পালন করে আসছেন।

মাদারীপুর জেলার চারটি উপজেলার অন্তত ৩০ গ্রামের কয়েক হাজার মুসলিম ঈদুল আযহা উদযাপন করছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews