1. ashiqnur96@gmail.com : editor :
শনিবার, ০৫ জুলাই ২০২৫, ০৭:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জের অষ্টগ্রামে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ কেরাণীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ মোঃ কামাল নামে এক মাদক কারবারি গ্রেপ্তার উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাগে পাওয়া গেল গুলির ম্যাগজিন কেরানীগঞ্জে রাজউকের অভিযান বিদ্যুৎ বিচ্ছিন্ন ২ লাখ টাকা জরিমানা বুড়িগঙ্গা নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধার কুমিল্লায় ধর্ষণের শিকার নারীর ভিডিও সামাজিক মাধ্যম থেকে সরাতে নির্দেশ মাকে হাসপাতালে দিয়ে পরীক্ষা দিতে না পারা সেই ছাত্রীর পাশে সরকার কক্সবাজারে ১০দিন মেয়াদী টিডিপি মৌলিক প্রশিক্ষণ শেষে সনদ প্রদান আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব ও সাংবাদিক শফিকুল আলম কেরানীগঞ্জে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা ২০২৫ অনুষ্ঠিত

স্বামীকে জামিন করাতে এসে এক নারী দুই দফায় ধর্ষণের শিকার

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১

কক্সবাজারের টেকনাফ থেকে স্বামীকে জামিনে মুক্ত করতে নারায়ণগঞ্জের ফতুল্লায় আসা এক নারী দুই দফায় ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এছাড়া ওই নারীর কাছে থাকানগদ ৫৫ হাজার টাকাও ছিনিয়ে নেওয়া হয়েছে বলে জানান তিনি ।

ধর্ষণ ঘটনায় মঙ্গলবার বিকেলে ফতুল্লা মডেল থানায় ওই নারী বাদী হয়ে ফিরোজ মিয়া (২৮) নামে এক যুবককে আসামি করে মামলা করেছেন।

অভিযুক্ত ফিরোজ মিয়া ফতুল্লার ইসদাইর এলাকায় আল আমিনের বাড়ির ৪র্থ তলা ফ্ল্যাটের ভাড়াটিয়া। সে জামালপুর জেলার ইসলামপুর থানার আমপুর গ্রামের লেবু মিয়ার ছেলে।
মামলার এজাহারে ওই নারী উল্লেখ করেন, তার স্বামীর জামিন করানো বাবদ ফিরোজ মিয়া গত ১৫ জুলাই টাকা নিয়ে নারায়ণগঞ্জের ফতুল্লায় আসতে বলে। টাকা হাতে পাওয়ার পর তার স্বামীকে আদালত থেকে জামিনে মুক্ত করে দেবে বলে ফিরোজ মিয়া তাকে আশ্বস্ত করে।

ফিরোজের আশ্বাসে ওই নারী গত ২০ জুলাই নগদ ৫৫ হাজার টাকা নিয়ে কক্সবাজারের টেকনাফ থেকে নারায়ণগঞ্জের ফতুল্লায় আসেন। ফতুল্লা আসার পরে ফিরোজ ওই নারীকে তার ভাড়া বাসায় নিয়ে বাড়ির ৪র্থ তলার ফ্ল্যাটে নিয়ে যান এবং জামিন করানোর কথা বলে ৫৫ হাজার টাকা বুঝে নেয়।
মামলায় ওই নারী অভিযোগ করেন, সেদিন রাত সাড়ে বারোটায় ফিরোজ ঘুমন্ত অবস্থায় তাকে প্রথমবার ধর্ষণ করেন। পরের দিন স্বামীকে জেলে দেখা করানোর কথা বলে আরেকটি বাসায় নিয়ে তাকে দ্বিতীয় দফায় ধর্ষণ করে।
এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা (ওসি) রকিবুজ্জামান জানান, নারীর অভিযোগেও পরিপ্রেক্ষিতে ধর্ষণ মামলা গ্রহণ করা হয়েছে। তাকে ডাক্তারি পরীক্ষা করানোসহ আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews