1. ashiqnur96@gmail.com : editor :
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৩ অপরাহ্ন

তামিম গড়লেন অনন্য এক দৃষ্টান্ত

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১২ এপ্রিল, ২০২০

অদৃশ্য ভাইরাস করোনার ভয়াল থাবায় পুরো বিশ্ব আজ অচল। শুরুর দিকে এর ভয়াবহতা বাংলাদেশে না এলেও সময় যতো গড়াচ্ছে বাড়ছে ঝুঁকির মাত্রা। এই পরিস্থিতিতে এগিয়ে আসছেন দেশের ক্রিকেটাররা। সংবাদমাধ্যমের মাধ্যমে আমরা তা জানতেও পারছি। কিন্তু তামিম গড়লেন অনন্য এক দৃষ্টান্ত। দরিদ্র অসহায় মানুষদের সাহায্যার্থে গোপনে দান করেছেন দেশসেরা এই ওপেনার।

খবরটি প্রকাশ করেছে দাতব্য সংস্থা ‘ফুটস্টেপস’। তারা জানিয়েছে, বিশাল অংকের দান করেছেন বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক। যদিও টাকার অংক জানায়নি তারা।

তামিম ব্যক্তিগতভাবে বড় অংকের সাহায্য দেন দাতব্য সংস্থায়। ফুটস্টেপস এই ওপেনারকে ধন্যবাদ দিয়ে বলেছে, ‘তামিম আমাদের করোনার বিরুদ্ধে মিশনে যোগ দিয়েছেন এবং আপনারাও এই মহামারি থেকে বাঁচতে সহায়তা করতে পারেন।’

জানা যায়, এর আগে তামিমের উদ্যোগে জাতীয় দলের ক্রিকেটাররা এক মাসের বেতনের ৫০ ভাগ দান করার সিদ্ধান্ত নেন। টাকার অংকে যা ছিল ২৬ লাখ।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews