1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২২ পূর্বাহ্ন

ময়লার গাড়িতে পরিচ্ছন্নতা কর্মী নিহত || buriganga tv

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২
প্রতিকি ছবি

রাজধানীর মহাখালীতে ময়লার গাড়ির ধাক্কায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) এক পরিচ্ছন্নতাকর্মী নিহত হয়েছেন।গতকাল শনিবার দিবাগত রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পরিচ্ছন্নতাকর্মীর নাম শিখা রানী ভরানী (৫৫)। পরিবার নিয়ে মহাখালীর সাততলা বস্তি এলাকায় থাকতেন তিনি। তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে শাহ আলম বলেন, গতকাল মধ্যরাতে জাহাঙ্গীর গেটের সামনে মহাখালী ফ্লাইওভারের মুখে রাস্তায় ঝাড়ু দিচ্ছিলেন এক পরিচ্ছন্নতাকর্মী। ফ্লাইওভারের ওপর থেকে জাহাঙ্গীর গেটগামী সাদা রঙের একটি ময়লার গাড়ি ওই নারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় অজ্ঞাত চালককে আসামি করে মামলা হয়েছে। চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। সুরতহাল প্রতিবেদন শেষে নিহতের মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews