1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩০ অপরাহ্ন

বাড়লো সয়াবিন তেলের দাম লিটার প্রতি ৮ টাকা || buriganga tv

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২
ফাইল ছবি

আবারও ২৯ শতাংশ বাড়লো ভোজ্যতেলের দাম। বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন দেশে সয়াবিন তেলের দাম লিটার প্রতি ৮ টাকা পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। রোববার বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ে বৈঠকে নতুন এ দাম নির্ধারণ করা হয়। আমদানি ব্যয় বৃদ্ধির কারণ দেখিয়ে এ সিদ্ধান্ত নিয়েছে। দাম বাড়ার বিষয়টি নিশ্চিত করেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এইচ এম সফিকুজ্জামান।

বর্তমানে এক লিটার বোতলজাত সয়াবিন তেল বাজারে বিক্রি হচ্ছে ১৬০ টাকায়। সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে নতুন দাম অনুযায়ী লিটারে বোতলজাত সয়াবিন ১৬৮ টাকা ও খোলা সয়াবিন তেলের দাম ১৪৩ টাকা দাম নির্ধারণের সিদ্ধান্তের কথা জানিয়েছে সংস্থাটি। ৫ লিটারের দাম ৭৯৫ টাকা।

সমিতি বলেছে, গত বছরের ৩ ডিসেম্বর থেকে এই নিত্যপ্রয়োজনীয় এই পণ্যের দাম বাড়াতে চেয়েছিল তারা। কিন্তু, সাধারণের ক্রয় ক্ষমতার কথা বিবেচনা করে দাম বাড়ানো থেকে রিফাইনাররা বিরত ছিলো।

তবে আমদানি ব্যয়ের পরিপ্রেক্ষিতে বর্তমান দাম বজায় রাখা সম্ভব নয় বলে তাদের সর্বশেষ চিঠিতে বলা হয়েছে। গত নভেম্বরে রিফাইনাররা প্রতি লিটার বোতল সয়াবিন তেল ১৬০ টাকা থেকে বাড়িয়ে থেকে ১৭২ টাকা করতে চেয়েছিল। পরে ৪ টাকা কমিয়ে ১৬৮ টাকা করার প্রস্তাব দিয়েছিল।

গত বছরের মে মাসের পর এবার দিয়ে চতুর্থবারের মতো দাম বৃদ্ধির ঘোষণা করা হলো। নিত্য প্রয়োজনীয় এই পণ্যের দাম এমন সময়ে বাড়তে যাচ্ছে যখন আন্তর্জাতিক বাজরে দাম বৃদ্ধি, টাকার বিপরীতে মার্কিন ডলারের উচ্চ বিনিময় হার, পরিবহন ব্যয় বৃদ্ধির কারণে মূল্যস্ফীতি বাড়ছে।

বাংলাদেশ বাণিজ্য ও ট্যারিফ কমিশনের মতে, বাংলাদেশ বছরে প্রায় ২০ লাখ টন ভোজ্য তেল ব্যবহার করে এবং দেশীয় চাহিদা মেটাতে ৯০ শতাংশ আমদানি করতে হয়।

রিফাইনাররা জানিয়েছে, আগামী ৮ জানুয়ারি থেকে সয়াবিন তেলের ৫ লিটার বোতলের সর্বোচ্চ খুচরা দাম হবে ৭৯৫ টাকা। বাংলাদেশের ট্রেডিং কর্পোরেশনে তথ্যানুযায়ী, গতকাল ঢাকার খুচরা বাজারে ক্রেতারা ৫ লিটার বোতলজাত সয়াবিন তেল কিনেছেন ৭৫০ টাকা পর্যন্ত দামে। এক বছর আগের একই দিনে দাম ছিল ৫৪০ থেকে ৫৮০ টাকা থেকে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews