1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৮ পূর্বাহ্ন

কেরানীগঞ্জে দেড় মাস ধরে নিঁখোজ স্বর্ণ ব্যবসায়ী

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২

ঢাকার কেরানীগঞ্জে পাওনা টাকা আনতে গিয়ে অনুপ বাউল (৩৪) নামে এক স্বর্ণ ব্যবসায়ী দেড় মাস ধরে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ স্বর্ণ ব্যবসায়ী দক্ষিণ কেরানীগঞ্জ থানার তেঘরিয়া ইউনিয়নের পাইনা ভৈরব নগর গ্রামে মৃত কানাই বাউল ছেলে।

নিখোঁজ অনুপ বাউলের স্ত্রী সুবর্ণা বাউল জানান, আমি স্বামীকে নিয়ে গত ৩ জানুয়ারি মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানার ভাড়ালিয়া গ্রামে বাবা বাড়িতে বেড়াতে যাই । আমার স্বামীর ব্যবসায়ীক পার্টনার নয়ন তাকে পাওনা দুই লাখ টাকা দিতে চেয়ে মোবাইলে কল করেন। কল পেয়ে সে ৪ জানুয়ারি সকাল ৯টায় নয়নের কাছে যাওয়ার জন্য শ্বশুরবাড়ি থেকে বের হন অনুপ।এরপর থেকে নিখোঁজ রয়েছেন আমার স্বামী।

নিখোঁজ অনুপ বাউলের ছোট ভাই বিপ্লব বাউল বলেন, ওইদিন বিকেল ৩টায় নয়ন তার মোবাইল থেকে কল করে আমাকে জানান অনুপ ফোন রিসিভ করছে না। পরে আমি ভাইকে কল দেই। কিন্তু ভাই আর রিসিভ করেননি। পরে বিকেল ৫টার পর থেকে অনুপ বাউলের মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। নিখোঁজ অনুপ বাউলের রাজধানীর তাঁতী বাজারে একটি সোনার দোকান রয়েছে। এই দোকানের ব্যবসায়ীক পার্টনার হচ্ছে নয়ন। নয়নের বাড়ি কেরানীগঞ্জ মডেল থানার কলাতিয়া ইউনিয়নের জৈনপুরে।

বিপ্লব বলেন, থানা পুলিশের তেমন কোন অগ্রগতি দেখছিনা। দেড় মাসেও অনুপ বাউলের সন্ধান না পেয়ে আমাদের পরিবারের মাঝে নেমে এসেছে চরম হতাশা।

এ বিষয়ে জানতে চাইলে কেরানীগঞ্জ মডেল থানার ওসি আবু ছালাম মিয়া জানান, এই ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আমরা নিখোঁজের বিষয়টি তদন্ত করে দেখছি।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews