1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৪ পূর্বাহ্ন

এবার রাশিয়ার তেল-গ্যাস-কয়লার ওপর নিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৯ মার্চ, ২০২২
ফাইল ফটো

আন্তর্জাতিক ডেক্সঃ এবার রাশিয়া থেকে তেল, গ্যাস ও কয়লা আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউজ থেকে মঙ্গলবার এ ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

এদিকে যুক্তরাষ্ট্রের পর এবার রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা দিলো যুক্তরাজ্য। এদিকে এ বছরের মধ্যে রাশিয়া থেকে গ্যাস আমদানি দুই তৃতীয়াংশে নামিয়ে আনবে বলে ঘোষণা দিয়েছে ইউরোপীয় কমিশন।

যুক্তরাষ্ট্রের এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিসট্রেশন’ এর পরিসংখ্যান অনুযায়ী, ২০২১ সালে প্রতিমাসে গড়ে রাশিয়া থেকে দুই কোটি ৪০ হাজার ব্যারেল অপরিশোধিত তেল এবং পরিশোধিত তেলজাত পণ্য আমাদানি করেছে। যা যুক্তরাষ্ট্রের মোট তরল জ্বালানি আমদানির ৮ শতাংশ।

এই পদক্ষেপের কারণে যুক্তরাষ্ট্রকে মূল্য দিতে হতে পারে। কিন্তু তার দেশের আইনপ্রণেতারা এমন পদক্ষেপে একমত বলে জানিয়েছেন বাইডেন। তবে, যুক্তরাষ্ট্র কখনোই যুদ্ধের অংশ হবে না বলে মন্তব্য করেন তিনি।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews