1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৩ অপরাহ্ন

নারায়নগঞ্জের শীতালক্ষ্যা নদীতে কার্গো জাহাজের ধাক্কায় যাত্রীবাহী লঞ্চ ডুবি

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২০ মার্চ, ২০২২

নারায়নগঞ্জের শীতালক্ষ্যা নদীতে কার্গো জাহাজের ধাক্কায় যাত্রীবাহী লঞ্চ ডুবে গেছে। এম.এল  আফসার উদ্দিন নামের লঞ্চটি আনুমানিক ৫০ যাত্রী নিয়ে নারায়নগঞ্জ থেকে মুন্সিগঞ্জ যাচ্ছিল।

রবিবার (২০ মার্চ) দুপুরে  নারায়নগঞ্জ থেকে ছেড়ে শীতলক্ষ্যা নদীর চর সৈয়দপুর আল আমিননগর এলাকায় জাহাজের ধাক্কায় লঞ্চডুবে যায়। এ ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

প্রতাক্ষ দর্শীরা জানান, ডুবে যাওয়া লঞ্চ থেকে  ১৫-২০ জনের মতো সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও বাকিরা নিখোঁজ রয়েছেন। তবে লঞ্চে কতজন যাত্রী ছিলেন তাৎক্ষণিকভাবে নির্দিষ্ট করে জানা যায়নি।

বিআইডব্লিউটিএর উপ-পরিচালক (নৌ-নিরাপত্তা বিভাগ) বাবু লাল বৈদ্য বিষয়টি নিশ্চিত করে জানান, একটি জাহাজের ধাক্কায় লঞ্চটি ডুবে গেছে। এখনো অনেকে নিখোঁজ। উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews