1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪০ পূর্বাহ্ন

উদ্বোধনের দিন থেকেই পদ্মা সেতুতে চলবেনা সাধারন যানবাহন

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৮ জুন, ২০২২
ছবিৎ সংগৃহীত

পদ্মা সেতুতে উদ্বোধনের দিন ২৫ জুন কোনো সাধারণ যান চলাচল করবে না, পরদিন অর্থাৎ ২৬ জুন থেকে গাড়ি চলাচল শুরু হবে বলে জানিয়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার সকালে আওয়ামী লীগের আয়োজিত এক মত বিনিময় সভায় এই তথ্য জানান তিনি। সেতুর উদ্বোধন উপলক্ষে সেতুর দুই প্রান্তের জেলাগুলোর সংসদ সদস্য ও আওয়ামীলীগের নেতারা এ সভায় অংশ নেন।

মন্ত্রী এসময় বলেন, “পদ্মা সেতু উদ্বোধনের সময় ঘনিয়ে আসায় ষড়যন্ত্র, অপপ্রচার, গুজব ছড়ানো হচ্ছে।” এ সময় তিনি আরো জানান, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ বাংলাদেশকে অপমান করার প্রতিশোধ। উদ্বোধনের দিন বিশ্বব্যাংককে আমন্ত্রণ জানানো হয়েছে।
ওবায়দুল কাদের বলেন, পদ্মাসেতু উদ্বোধন প্রসঙ্গে খালেদা জিয়াকে জড়িয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক বক্তব্য রুপকথার গল্প। এ ধরণের মিথ্যাচারের জবাব দিতে হবে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, পদ্মাসেতুর উদ্বোধনকে ঘিরে ষড়যন্ত্র হতে পারে, সবাইকে এ ব্যাপারে সচেতন থাকতে হবে। চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ড পদ্মাসেতু উদ্বোধনের আগে কোনো অন্তর্ঘাত ষড়যন্ত্র হতে পারে মন্তব্য করে তিনি বলেন, “উদ্বোধনের দিন পর্যন্ত যেকোনো অন্তর্ঘাত ষড়যন্ত্র হতে পারে। সেদিকে নেতাকর্মীদের সতর্ক দৃষ্টি রাখতে হবে।

অনুষ্ঠানে জাহাঙ্গীর কবীর নানক বলেন, পদ্মাসেতু উদ্বোধনের মধ্য দিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ আরো একবার গৌরবময় ইতিহাসের জন্ম দেবে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews