1. ashiqnur96@gmail.com : editor :
রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০১:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশে মালয়েশিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশির মৃত্যু, আহত ২ জামায়াতের আমিরের ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন, বাসায় ফিরবেন ৭ দিনের মধ্যে কেরানীগঞ্জে ইয়াং ড্রাগন মার্শাল আর্ট সেন্টারের বেল প্রদান ও কারাতে প্রদর্শনী মিটফোর্ড হাসপাতালের পকেট গেট খুলে দেয়ার দাবিতে মানববন্ধন হৃদরোগে আক্রান্ত জামায়াত আমির, বাইপাস সার্জারির পরামর্শ ঢাকা জেলা প্রশাসক আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ট্রফি কেরানীগঞ্জের  রাজধানীর ফার্মগেটে দোতলা বাসের এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলারে ধাক্কা গাজামুখী মানবিক সহায়তাবাহী জাহাজ ‘হানদালা’-তে ইসরায়েলি হামলা মাইলস্টোনে নিহতের সংখ্যা নিয়ে গুজব

জায়েদ খান ও মৌসুমী ইস্যুতে আগুনে ঘি ঢাললেন মৌসুমী-ওমর সানীর ছেলে ফারদিন

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৩ জুন, ২০২২

জায়েদ খান ও মৌসুমী ইস্যুতে আগুনে ঘি ঢাললেন মৌসুমী-ওমর সানীর ছেলে ফারদিন এহসান। তিনি বলেছেন, মৌসুমীকে বিরক্ত করেন জায়েদ খান।

আজ সোমবার এক অডিও বার্তায় মৌসুমী জানান, জায়েদ খান তাকে কখন অসম্মান বা বিরক্ত করেনি। কিন্তু তার ছেলে জানালেন, জায়েদ খান বিরক্ত করেন।

তিনি বলেন, ‘শুধু আমার আম্মা না, উনি (জায়েদ খান) কমবেশি সবাইকে হ্যারাস করে থাকেন। উনি আমার আব্বুর সাথেও বেয়াদবি করেছেন, আম্মুর সাথেও করেছেন। কিন্তু আম্মু ভেবেছেন, বিষয়টা সিভিল ম্যাটার, এটা ফ্যামিলির মধ্যেই সীমাবদ্ধ থাকুক। আমরা নিজেরাই সলভ করব।’

ফারদিন এহসান বলেন, জায়েদ খানের বিরক্ত করার প্রমাণ এখন সবার সামনে হাজির করবেন না। জায়েদ তার ব্যবসারও ক্ষতি করার চেষ্টা করেছেন বলেও জানিয়েছেন তিনি।

কিন্তু মৌসুমী কেন জায়েদের পক্ষ কথা বললেন—এমন প্রশ্নে ফারদিন বলেন, ‘এটা নিয়ে যেন এত কাদা ছোঁড়াছুড়ি না হয়, সেই চিন্তা থেকেই আম্মু কথাগুলো বলেছেন। যেন বিষয়টা দ্রুত ঠাণ্ডা হয়।’

বাবা-মার মধ্যে সম্পর্ক এখন কেমন, জানতে চাইলে ফারদিন বলেন, ‘সব ঠিক আছে। আমি তো আমার আব্বুকে পাচ্ছি, আম্মুকে পাচ্ছি। হ্যাঁ, অনেক বিষয় নিয়ে মনোমালিন্য থাকে। আমিও বিয়ে করেছি। আমাদেরও তো হয়। এটা স্বাভাবিক। তবে আব্বু-আম্মু দুজন চাচ্ছেন যেন বিষয়টা দ্রুত সমাধান হয়ে যায়। ছেলে হিসেবে আমি তো আব্বু আম্মু দুজনকেই চাইব। দিন শেষে আমার চাওয়া যেন এটা দ্রুত সমাধান হয়।’

 

/আমাদের সময় থেকে নেয়া

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews