1. ashiqnur96@gmail.com : editor :
বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০৭:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাত মামলায় যুবদল নেতা দেলোয়ার গ্রেপ্তার বিএনপি নেত্রী নিপুন রায় চৌধুরীর জন্মদিনে শুভেচ্ছার বন্যা কেরানীগঞ্জে কুখ্যাত ডাকাত বিগশো গ্রেফতার কেরানীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৩ নারীসহ ৮ কারবারি আটক ইসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন এনসিপির শাপলা প্রতীক নিয়ে সুরাহা না হওয়ায় বিশেষ কৃতিত্বের স্বীকৃতি “স্টার অ্যাওয়ার্ড“ পেলেন অ্যাড: মোঃ ফারুক হোসেন তপাদার নির্বাচন একটি যুদ্ধক্ষেত্র,আমাদের দায়িত্ব নিরপেক্ষ থাকা : প্রধান উপদেষ্টা লুঙ্গি গামছা পড়ে ছদ্মবেশে পুলিশ, ডাকাত সর্দার গ্রেফতার ছাত্রীর সাথে তার বয়ফ্রেন্ডের সম্পর্কে টানাপোড়েন ঘটনায় খুন জবি ছাত্রদল নেতা জুবায়েদ ৫ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বিমানবন্দরের কার্গো সেকশনে লাগা আগুন

ঢাকা-বরিশাল নৌপথে বন্ধ হয়ে গেলো গ্রীন লাইন লঞ্চ

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
ছবি ফেসবুক থেকে নেয়া

বন্ধ হলো নদীপথে চলা গ্রীন লাইন লঞ্চ। পদ্মা সেতু উদ্বোধনের আগে থেকেই আলোচনা ছিল নৌপথে কমবে যাত্রীর চাপ। এ নিয়ে লঞ্চ মালিকদেরও আশঙ্কা ছিল। অবশেষে সেই আশঙ্কাই সত্যি হলো। একটি নৌপথে দিনের বেলায় চলা গ্রীন লাইন লঞ্চের সেবা আপাতত বন্ধ করা হয়েছে। এ নৌপথটি হলো ঢাকা-হিজলা-বরিশাল।

গতকাল সোমবার রাতে গ্রীন লাইনের ফেসবুক পেজে পোস্ট দিয়ে এ কথা জানিয়েছে লঞ্চটির কর্তৃপক্ষ।

পদ্মা সেতু চালু হওয়ার ঠিক এক মাস পূর্ণের দিনে এই ঘোষণা দেওয়া হলো। গত মাসের ২৫ তারিখ পদ্মা সেতু উদ্বোধন করা হয়। অবশ্য যানবাহন চলাচল শুরু করে তার পর দিন ২৬ জুন থেকে।

গ্রীন লাইনের পোস্টে বলা হয়, ‘হিজলা ও বরিশালের যাত্রীবৃন্দ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আমাদের জাহাজ এমভি গ্রীন লাইন-৩ মঙ্গলবার থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সার্ভিস বন্ধ থাকবে। অর্থাৎ আমাদের ঢাকা-হিজলা-বরিশালের সার্ভিসটি পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। তবে আমাদের ঢাকা-কালীগঞ্জ-ইলিশা রুটের এমভি গ্রীন লাইন-২ নিয়মিত চলাচল করবে।’

এদিকে, ঢাকা থেকে বরিশাল রুটে চালু হওয়া গ্রীন লাইনের শীতাতপ নিয়ন্ত্রিত বাসে যাত্রীদের চলাচল করার জন্যও আহ্বান জানানো হয়েছে ফেসবুক পোস্টে।

২০১৩ সাল থেকে দূরপাল্লার যাত্রীদের আরামদায়ক ভ্রমণের জন্য গ্রীন লাইন পরিবহন স্লিপার কোচের মাধ্যমে যাত্রীসেবা শুরু হয়। দেশি-বিদেশি পর্যটকদের কথা বিবেচনা করে ২০১৪ সাল থেকে গ্রীন লাইন নৌপথে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সি সার্ভে ক্লাস্ড এয়ার কন্ডিশন্ড ফাইভার ক্যাটামেরান প্যাসেঞ্জার ভেসেল এমভি গ্রীন লাইন-১ টেকনাফ-সেন্টমার্টিনস নৌপথে যাত্রীসেবা দিয়ে যাচ্ছে।

২০১৫ সালে ৬০০ আসন বিশিষ্ট অপর দুটি এয়ার কন্ডিশন্ড ক্যাটামেরান প্যাসেঞ্জার ভেসেল এমভি গ্রীন লাইন-২ ও এমভি গ্রীন লাইন-৩ ঢাকা-বরিশাল রুটে যাত্রীসেবায় যোগ হয়। ঢাকা-বরিশাল রুটে দিনের এই সার্ভিসটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল।

তবে আরামদায়ক ও স্বল্প সময়ের জনপ্রিয় এই সার্ভিসটি আদৌ যাত্রিসেবায় যুক্ত হবে কিনা তার কোনো নিশ্চিয়তা দিতে পারেনি হিজলা ঘাটের টিকিট মাস্টার মো. পারভেজ রাড়ী।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews