1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পূর্বাহ্ন

অক্সিজেন না পেয়ে মুখে শ্বাস দিয়ে স্বামীকে বাঁচানোর চেষ্টা

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৬ এপ্রিল, ২০২১
টুইটারে ভাইরাল হওয়া ছবি

ভারতজুড়ে যখন অক্সিজেন সংকট ঠিক সেই মুহুর্তে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি ছবি ভাইরার হয় । ছবিতে দেখা যায় অটোরিকশাতে বসে একজন নারী তার স্বামীর মুখে মুখ লাগিয়ে অক্সিজেন দিয়ে তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন।

ছবিটি শেয়ার করা হয় আহমেদ নামে একটি টুইটার অ্যাকাউন্ট থেকে । টুইটে দাবি করা হয়েছে ঘটনাটি ভারতের উত্তরপ্রদেশের আগ্রার। টুইটে উল্লেখ করা হয়েছে, করোনা পজিটিভ স্বামীর শ্বাসকষ্ট শুরু হয়েছিল। শত চেষ্টাও কোথাও অক্সিজেন পাওয়া যাচ্ছিল না। অবশেষে স্বামীকে বাঁচাতে নিজের মুখ দিয়েই কৃত্রিমভাবে শ্বাসপ্রক্রিয়া চালানোর চেষ্টা করছিলেন ওই নারী। কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।

এরআগে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বারবার বলে আসছেন, রাজ্যের জরুরি পরিষেবায় কোনো ঘাটতি নেই। এরই মধ্যে সবশেষ গত রোববারও (২৫ এপ্রিল) এ দাবি করেছেন তিনি। তারপর দিনই সোমবার আগ্রার হৃদয় বিদারক এ ঘটনার ছবিটি ভাইরাল হয়।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews