1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৩ পূর্বাহ্ন

বৃষ্টির জন্য অধীর অপেক্ষায় সবাই,দু এক দিনের মধ্যে হতে পারে বৃষ্টি

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১

চড়ম গরমে অতিষ্ঠ নগরবাসী। ঢাকার পাশাপাশি সারাদেশেই বেড়ে চলেছে তাপমাত্রা। এদিকে বৃষ্টির জন্য অধীর অপেক্ষায় সবাই।
এদিকে জানিয়েছে আবহাওয়া অফিস দুই থেকে তিনদিনের মধ্যেই বৃষ্টির সম্ভাবনা আছে । বর্তমানে দেশের ৯টি অঞ্চলের উপর দিয়ে তাপপ্রবাহ বইছে, যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। এছাড়া, আগামী ২৪ ঘণ্টায় সারাদেশের দিনের ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে মূলত বৃষ্টি না হওয়ার কারণেই বাড়ছে গরম। বাতাসে জলীয়বাষ্প থাকায় বেশি ঘাম হচ্ছে। তাই গরমও বেশি লাগছে। এই অবস্থা আরও কয়েক দিন থাকবে।
রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৪১.২ ডিগ্রি সেলসিয়াস, ঢাকায় ছিল ৩৯.৫ ডিগ্রি সেলসিয়াস। গত আট বছরের মধ্যে ঢাকায় এদিন ছিল সর্বোচ্চ তাপমাত্রা । এর আগে ২০১৪ সালে চুয়াডাঙ্গায় ৪২ ডিগ্রি ১৯৯৫ সালে তাপমাত্রা ওঠেছিল ৪৩ ডিগ্রি সেলসিয়াসে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews