1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৩ পূর্বাহ্ন

জিততে জিততে হেরে গেল বাংলাদেশ

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২ নভেম্বর, ২০২২

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে দারুণ সম্ভাবনা জাগিয়ে হেরে গেল বাংলাদেশ। সুপার টুয়েলভের ম্যাচে ডার্কওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে ৫ রানে হেরেছে সাকিব আল হাসানের দল।

আজ বুধবার অ্যাডিলেডে গ্রুপ টু-তে খেলতে নামে দুদল। বাংলাদেশ সময় দুপুর ২টা ম্যাচটি শুরু হয়। যেখানে প্রথমে ব্যাট করা ভারত লোকেশ রাহুল ও বিরাট কোহলির হাফসেঞ্চুরিতে নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৮৪ রান করে। ১৮৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পায় বাংলাদেশ। ৭ ওভারে বিনা উইকেটে ৬৬ রান করে।

তবে এরপরই বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। বৃষ্টির পর খেলা ফের শুরু হলে ডার্কওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে জয় পেতে বাংলাদেশের নতুন লক্ষ্য দাঁড়ায় ১৬ ওভারে ১৫১। তবে দারুণ রোমাঞ্চ জাগিয়ে শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ১৪৫ রান করতে পারে টাইগাররা।

বাংলাদেশ ইনিংসে বৃষ্টিতে খেলা বন্ধ হলে ১৭ রানে এগিয়ে থাকে। তবে বৃষ্টির পর নতুন লক্ষ্যে খেলা শুরুর প্রথম ওভারেই রান আউট হয়ে মাঠ ছাড়েন লিটন দাস। ২৭ বলে ৭টি চার ও ৩টি ছক্কায় ৬০ রান করেছেন এই ডানহাতি। এর আগে ২১ বলে হাফসেঞ্চুরি করেন তিনি।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews