1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ০২:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হাসিনাকে আর রাজনীতি করতে দেয়া হবে না: ফখরুল যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশে মালয়েশিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশির মৃত্যু, আহত ২ জামায়াতের আমিরের ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন, বাসায় ফিরবেন ৭ দিনের মধ্যে কেরানীগঞ্জে ইয়াং ড্রাগন মার্শাল আর্ট সেন্টারের বেল প্রদান ও কারাতে প্রদর্শনী মিটফোর্ড হাসপাতালের পকেট গেট খুলে দেয়ার দাবিতে মানববন্ধন হৃদরোগে আক্রান্ত জামায়াত আমির, বাইপাস সার্জারির পরামর্শ ঢাকা জেলা প্রশাসক আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ট্রফি কেরানীগঞ্জের  রাজধানীর ফার্মগেটে দোতলা বাসের এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলারে ধাক্কা গাজামুখী মানবিক সহায়তাবাহী জাহাজ ‘হানদালা’-তে ইসরায়েলি হামলা

কৃষকদের জন্য ৫ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১২ এপ্রিল, ২০২০

দেশের প্রান্তিক কৃষকদের জন্য ৫ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে বরিশাল ও খুলনা বিভাগের জেলাসমূহের প্রতিনিধিদের সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময় করার সময় তিনি এ ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী বলেন, করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতি মোকাবেলায় কৃষিখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। তাই দেশের প্রান্তিক কৃষকদের জন্য ৫ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করছি। এই টাকা প্রত্যেক কৃষককে ৫ শতাংশ সুদ হারে দেয়া হবে।

দেশে পর্যাপ্ত পরিমাণে খাদ্য মজুদ আছে জানিয়ে তিনি বলেন, সরকারি গুদামগুলোতে ১৭ লাখ মেট্রিক টনের বেশি খাদ্যশস্য মজুদ রয়েছে। এ ছাড়া বেসরকারি মিল মালিক এবং কৃষকদের ঘরে প্রচুর পরিমাণ খাদ্যশস্য মজুদ আছে। তাই এ নিয়ে কেউ আতঙ্কিত হবেন না।

তিনি বলেন, কৃষকদের প্রতি অনুরোধ, আপনারা কোনো জমি খালি রাখবেন না। সেগুলোতে আরো বেশি করে ফসল ফলান। যেন জাতির সংকটময় মুহূর্তে তা কাজে লাগে।

দেশবাসীকে ধৈর্য্যের সঙ্গে করোনা সংকট মোকাবেলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, করোনাভাইরাসের সঙ্গে লড়াই করার সক্ষমতা বাংলাদেশের আছে। বাঙালি কখনও পরাজিত হয়নি, কখনো পরাজিত হবেও না। সবার মাঝে এ আত্মবিশ্বাস থাকতে হবে। সরকারও সব সময় দেশবাসীর পাশে আছে।

তিনি বলেন, এ সংকটময় পরিস্থিতিতে নিজেকে সুরক্ষিত রাখার পাশাপাশি অন্যকেও সুরক্ষিত রাখতে হবে। অন্যদের প্রতি সবার একটা দায়িত্ববোধ আছে। সেই দায়িত্ব নিয়ে চললে দ্রুতই এ অবস্থা থেকে উত্তরণ করতে পারবো। আমাদের খাদ্যে কোনো সমস্যা হবে না। নিজেদের পাশাপাশি আরো অনেককে সহযোগিতা করতে পারবো।

এস.এম. সজল/ব্যতিক্রম নিউজ

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews