1. ashiqnur96@gmail.com : editor :
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

২০২৫ সালে এসএসসিতে ৬ লাখ ৬৬০ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় ৬ লাখ ৬৬০ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। এর মধ্যে ছাত্র ৩ লাখ ২৪ হাজার ৭১৬ জন এবং ছাত্রী ২ লাখ ৭৫ হাজার ৯৪৪ জন। পাস করেছে ১৩ লাখ ৩ হাজার ৪২৬ জন শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় ঢাকা শিক্ষা বোর্ডের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ ফলাফল প্রকাশ করেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দকার এহসানুল কবির।
এ বছর মোট পরীক্ষার্থী ছিল ১৯ লাখ ৪ হাজার ৮৬ জন। তাদের মধ্যে পাসের হার দাঁড়িয়েছে ৬৮ দশমিক ৪৫ শতাংশ, যা গত বছরের ৮৩ দশমিক ০৪ শতাংশ থেকে প্রায় ১৫ শতাংশ কম।
ফল বিশ্লেষণে দেখা গেছে, এবারও ছাত্রীদের পাসের হার ছেলেদের চেয়ে বেশি। ছাত্রীদের পাসের হার ৭১.০৩ শতাংশ, আর ছাত্রদের ৬৫.৮৮ শতাংশ। টানা ১০ বছর ধরে এসএসসি পরীক্ষায় পাসের হারে এগিয়ে রয়েছে ছাত্রীরা।

এ বছর জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৮২ হাজার ১২৯ জন। অর্থাৎ এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৪২ হাজার ১২৭।

১৩৪ শিক্ষা প্রতিষ্ঠানে কেউই পাস করেনি

সবচেয়ে উদ্বেগজনক তথ্য হলো, ২০২৫ সালের পরীক্ষায় দেশের ১৩৪টি শিক্ষা প্রতিষ্ঠানের একটিও শিক্ষার্থী পাস করেনি। গত বছর এই সংখ্যা ছিল ৫১টি। এক বছরে শূন্য পাসের প্রতিষ্ঠান বেড়েছে ৮৩টি।

এ বছর দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৩০ হাজার ৮৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। মোট কেন্দ্র ছিল ৩ হাজার ৭১৪টি।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews