1. ashiqnur96@gmail.com : editor :
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

শাহরুখ খানের সিনেমা থেকে বাদ পড়েছেন কার্তিক আরিয়ান

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৮ মে, ২০২১

ক্যারিয়ারে আরেকবার ধাক্কা খেলেন অভিনেতা কার্তিক আরিয়ান। করণ জোহরের পর শাহরুখ খানের সিনেমা থেকে বাদ পড়েছেন তিনি। কিং খানের প্রযোজনা সংস্থা থেকে নির্মিতব্য ‘ফ্রেডি’ সিনেমায় অভিনয়ের কথা ছিল কার্তিকের। কিন্তু তাকে বাদ দেওয়া হয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যম খবর প্রকাশ করেছে। যদিও এ বিষয়ে এখনো মুখ খোলেননি কার্তিক আরিয়ান।‘ফ্রেডি’ পরিচালনা করবেন অজয় বহেল। কার্তিকের বিপরীতে অভিনয়ের কথা ছিল ক্যাটরিনা কাইফের। সিনেমার চিত্রনাট্য এবং পরিচালক বদল করার দাবি করেছিলেন কার্তিক। তারপরই মনোমালিন্য শুরু হয় প্রযোজনা সংস্থার সঙ্গে। যে কারণে সাইনিং মানি ফেরত দিয়েছেন কার্তিক। এর আগে চলতি বছর এপ্রিলে করণ জোহর প্রযোজিত ‘দোস্তানা টু’ সিনেমা থেকে বাদ পড়েন কার্তিক। এতে তার বিপরীতে চুক্তিবদ্ধ হয়েছিলেন জাহ্নবী কাপুর। তাদের সঙ্গে একজন নবাগত শিল্পীকেও দেখা যাওয়া কথা ছিল। কিন্তু ধর্মা প্রডাকশনের পক্ষ থেকে জানানো হয়, ‘সিনেমার কাস্ট পরিবর্তন করা হবে’। কার্তিকের এ ঘটনায় চাপা ক্ষোভ প্রকাশ করেছেন বি-টাউনের অনেকেই। পরপর দুটি সিনেমা থেকে বাদ পড়ায় স্বজনপ্রীতি নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। বি-টাউনের অনেকে মনে করেছেন, প্রভাবশালী দুটি প্রযোজনা সংস্থার সিনেমা থেকে বাদ পড়ায় কার্তিকের ক্যারিয়ারে বড় প্রশ্নচিহ্ন যোগ হয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews