1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৫:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেত্রী নিপুন রায় চৌধুরীর জন্মদিনে শুভেচ্ছার বন্যা কেরানীগঞ্জে কুখ্যাত ডাকাত বিগশো গ্রেফতার কেরানীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৩ নারীসহ ৮ কারবারি আটক ইসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন এনসিপির শাপলা প্রতীক নিয়ে সুরাহা না হওয়ায় বিশেষ কৃতিত্বের স্বীকৃতি “স্টার অ্যাওয়ার্ড“ পেলেন অ্যাড: মোঃ ফারুক হোসেন তপাদার নির্বাচন একটি যুদ্ধক্ষেত্র,আমাদের দায়িত্ব নিরপেক্ষ থাকা : প্রধান উপদেষ্টা লুঙ্গি গামছা পড়ে ছদ্মবেশে পুলিশ, ডাকাত সর্দার গ্রেফতার ছাত্রীর সাথে তার বয়ফ্রেন্ডের সম্পর্কে টানাপোড়েন ঘটনায় খুন জবি ছাত্রদল নেতা জুবায়েদ ৫ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বিমানবন্দরের কার্গো সেকশনে লাগা আগুন কেরানীগঞ্জে ‘ঢালাই স্পেশাল সিমেন্ট’-এর ডিলার উদ্বোধন

পার্টিতে গাঁজার কেক

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১
ছবি সংগৃহীত

গাঁজা গাছের পাতার নির্যাস থেকে তৈরি তেল দিয়ে ব্রাউনিয়া নামে কেক বানাচ্ছে একটি সংঘবদ্ধ চক্র। এ ধরনের কেক খেয়ে নেশার অন্ধকার জগতে হারিয়ে যাচ্ছে ধনাঢ্য ঘরের সন্তানরা। ভয়ংকর এই নেশার কেক বিক্রি হচ্ছে পাঁচ থেকে দশ হাজার টাকায়। গোয়েন্দারা বলছেন, দীর্ঘদিন ধরে উচ্চবিত্তদের জন্মদিন কিংবা পার্টিতে ব্যবহার হচ্ছে এই মাদক। আর সর্বনাশা মাদকের রমরমা ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে দু’জনকে ধরেছে করেছে পুলিশ। অনেক দিন ধরেই উচ্চবিত্ত সমাজে মাদকটি ব্যবহৃত হলেও, আটকের ঘটনা এটিই প্রথম।

পুলিশ সূত্রে জানা গেছে, আইস-এলএসডির পর এবার ব্রাউনি নামের মাদকের খোঁজ পেয়েছেন তারা। মোহাম্মদপুর থেকে গ্রেপ্তারও হন দুজন। গাঁজা থেকে তৈরি হয় এই মাদক। অনলাইনে রেসিপি জেনে ঘরে বসে এটি তৈরি করছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী। বিক্রি হয় ফেসবুক গ্রুপ ও রেডিট অ্যাপের মাধ্যমে।

সম্প্রতি আইস ও এলএসডি মাদকসহ বেশ কয়েকজন শিক্ষার্থীকে গ্রপ্তার করে গোয়েন্দা পুলিশ। এরপরই বেরিয়ে আসে গাঁজার তৈরি নতুন মাদকের তথ্য। রাজধানীর বিভিন্ন এলাকায় চালানো হয় অভিযান। উদ্ধার করা হয় বিপুল পরিমাণ ব্রাউনি। আটক করা হয়, দু’জনকে। দু’জনই বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও উচ্চবিত্ত পরিবারের সন্তান।

রমনা বিভাগের (গোয়েন্দা) উপ-পুলিশ কমিশনার এইচ এম আজিজুল হক বলেন, যাদের আমরা ধরেছি তারা উচ্চবিত্ত পরিবারের সন্তান। তাদের রান্নাঘরে এটা তৈরি হচ্ছে। এটা অত্যন্ত দামি। তাদের জিজ্ঞাসাবাদ করে জানালাম, একেকটা ব্রাউনি তিন হাজার থেকে দশ হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়। ঢাকা মহানগরীতে যে পার্টি কালচার শুরু হয়েছে এতে এই ব্রাউনি জনপ্রিয় একটি মাদক।

এইচ এম আজিজুল হক বলেন, অনেকটা এলএসডি’র মতোই। ইন্টারনেট নির্ভর তাদের গ্রুপ আছে। এইসব গ্রুপে যোগাযোগের মাধ্যমে এটার কেনা-বেচা হয়। কেউ আছে তৈরি করে, কেউ সেগুলো কেনে। লেখাপড়া করা ছেলেরা এটার সংগে জড়িত। শুধু গাঁজার কেক নয়, অনলাইনে সু-কৌশলে বিক্রি হচ্ছে আইস ও এলএসডি’র মত ভয়ংকর মাদকও। এসব মাদক কারবারিকে ধরতে অব্যাহত রয়েছে অভিযান, নজরদারিতে রাখা হয়েছে অনলাইন মাদক হোতাদের।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews