1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ০৪:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে চিঠি পাঠাব: প্রধান উপদেষ্টা গণঅভ্যুত্থান যুক্তসঙ্গত, বৈধ ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত,আন্দোলনকারীদের আইনি সুরক্ষা দেয়া হবে ৩৬ জুলাই শেষে যেভাবে পালিয়ে গেল হাসিনা কেরানীগঞ্জে অটোরিকশা চালকের মৃতদেহ উদ্ধার হাসিনাকে আর রাজনীতি করতে দেয়া হবে না: ফখরুল যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশে মালয়েশিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশির মৃত্যু, আহত ২ জামায়াতের আমিরের ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন, বাসায় ফিরবেন ৭ দিনের মধ্যে কেরানীগঞ্জে ইয়াং ড্রাগন মার্শাল আর্ট সেন্টারের বেল প্রদান ও কারাতে প্রদর্শনী মিটফোর্ড হাসপাতালের পকেট গেট খুলে দেয়ার দাবিতে মানববন্ধন

সন্ধ্যা ৬টার পর বাড়ির বাইরে বের হওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২০

দেশে করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতি ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। তাই জনসমাগম এড়াতে প্রশাসনও কঠোর হচ্ছে। সেই ধারাবাহিকতায় এবার সন্ধ্যা ৬টার পর বাড়ির বাইরে বের হওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ থেকেই তা কার্যকর হচ্ছে।

শুক্রবার বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব (বিধি-৪) কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন আদেশে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে জনগণকে অবশ্যই ঘরে অবস্থান করতে হবে। অতি জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হওয়া যাবে না। সন্ধ্যা ৬টার পর কেউ বাড়ির বাইরে বের হতে পারবেন না। এক এলাকা থেকে অন্য এলাকায় যাওয়া যাবে না।

পাশাপাশি বিভাগ, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কর্মরত সব সরকারি কর্মকর্তাকে নিজ কর্মস্থলে অবস্থান করতে হবে। এ নির্দেশ কেউ অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

এদিকে, দেশব্যাপী চলমান সাধারণ ছুটি আরো ১১ দিন বাড়ানো হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী ১৫ থেকে ১৬ এপ্রিল ও ১৯ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি থাকবে। এই ছুটির সঙ্গে ১৭, ১৮, ২৪ ও ২৫ এপ্রিলের সাপ্তাহিক ছুটি যুক্ত হবে।

তবে বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট ইত্যাদি জরুরি পরিষেবা ছুটির আওতাভুক্ত নয়। এ ছাড়া কৃষিপণ্য, সার, কীটনাশক, জ্বালানি, সংবাদপত্র, খাদ্য, শিল্প পণ্য, চিকিৎসা সরঞ্জামাদি, জরুরি ও নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহন এবং কাঁচাবাজার, খাবার, ওষুধের দোকান ও হাসপাতাল ছুটির বাইরে থাকবে।

ব্যতিক্রম নিউজ

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews