1. ashiqnur96@gmail.com : editor :
শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৪:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশে মালয়েশিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশির মৃত্যু, আহত ২ জামায়াতের আমিরের ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন, বাসায় ফিরবেন ৭ দিনের মধ্যে কেরানীগঞ্জে ইয়াং ড্রাগন মার্শাল আর্ট সেন্টারের বেল প্রদান ও কারাতে প্রদর্শনী মিটফোর্ড হাসপাতালের পকেট গেট খুলে দেয়ার দাবিতে মানববন্ধন হৃদরোগে আক্রান্ত জামায়াত আমির, বাইপাস সার্জারির পরামর্শ ঢাকা জেলা প্রশাসক আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ট্রফি কেরানীগঞ্জের  রাজধানীর ফার্মগেটে দোতলা বাসের এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলারে ধাক্কা গাজামুখী মানবিক সহায়তাবাহী জাহাজ ‘হানদালা’-তে ইসরায়েলি হামলা মাইলস্টোনে নিহতের সংখ্যা নিয়ে গুজব

কাবিলার মুক্তি চান দর্শকরা

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২১ এপ্রিল, ২০২১

ব্যাচেলার পয়েন্ট নাটকের শেষ পর্বে ঘটনাক্রমে পুলিশের হাতে ধরা পড়েছে নাটকটির আলোচিত চরিত্র কাবিলা। তাকে কারাগারে পাঠানো হয়েছে। এ সময় বন্ধু শুভকে কাবিলা বলেন, ‘তোরা যদি পারস আমারে ছাড়ানোর ব্যবস্থা কর।’ কাবিলার এ পরিণতি মেনে নিতে পারছেন না ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের ভক্তরা।

‘বাংলা নাটক’ আর ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের গ্রুপে কাবিলা মুক্তির দাবি করেছেন অনেকে। উসমান মিয়া নামের একজন লিখেছেন, ‘কাবিলা ভাইয়ের মুক্তি চাই। রোকেয়া আপার লগে কাবিলা ভাইয়ের দেখা করার দাবি জানাই।’ দিপু খান লিখেছেন, ‘আমাদের কাবিলার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে’। কাবিলাকে মুক্ত করে আনতে ইভেন্টও খুলেছেন এক ভক্ত। লিখেছেন, ‘জেলের তালা ভাঙ্গব, কাবিলাকে আনব।’

দর্শকের এসব প্রতিক্রিয়া পর্দার কাবিলাকে নিয়ে। এ চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ। শুরু থেকেই এ চরিত্রে আলোচিত তিনি। দর্শকের এ প্রতিক্রিয়া নজরে এসেছে পরিচালক কাজল আরেফিন অমির। সময় সংবাদকে তিনি বলেন, ‘শেষ পর্ব প্রচারের পর দর্শকের ফোনের কারণে টিকতে পারছি না। এটাও ভালোবাসা। আমার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল তিনটি সিজনে দর্শককে ধরে রাখা। সে জায়গাটি করতে পেরেছি। আলহামদুলিল্লাহ।’

কাবিলাকে মুক্ত করা এবং ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের নতুন সিজন শুরু করার ব্যাপারে এ নির্মাতা বলেন, ‘আমি আসলে এখনো নতুন সিজন নিয়ে ভাবিনি। তবে যদি আমি বেঁচে থাকি তাহলে তাদের জীবনের পরবর্তীতে কী ঘটছে তা অবশ্যই দেখাব। কোনো না কোনো সিজনে অবশ্যই তা প্রকাশ করব, কিন্তু ইমিডিয়েট না।’

দর্শকদের এ ভালোবাসাকে নিয়ে সামনে এগিয়ে যেতে চান কাজল আরেফিন অমি। লম্বা সময় ধরে নাটকটির সঙ্গে থাকার জন্য দেশ-বিদেশের অসংখ্য ভক্ত, দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পরিচালক।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews