Warning: Creating default object from empty value in /home/burigangatv/public_html/wp-content/themes/BreakingNews/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29 ভিসা পেলেও কানাডা যাওয়া হলোনা নুহিনের (video) - বুড়িগঙ্গা টিভিভিসা পেলেও কানাডা যাওয়া হলোনা নুহিনের (video) - বুড়িগঙ্গা টিভি
কেরানীগঞ্জ (ঢাকা): ২২ বছর বয়সী যুবক নুহিন, কথা ছিল কানাডা যাওয়ার। গত রোববার ভিসা পায় নুহিন। কিন্তু সদরঘাটের ওয়াটার বাস ডুবিতে স্বপ্নভঙ্গ হলো পরিবারের। ওয়াটার বাস ডুবিতে নিখোঁজ থাকার একদিন পর সোমবার(১৭ জুলাই )রাত দশটায় ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে সদরঘাট নৌ পুলিশ। মৃত নুহিন দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন পারগেন্ডারিয়া এলাকায় পরিবারের সাথে বসবাস করত, তার পিতার নাম মোহাম্মদ নাসির। লেখাপড়া শেষ করে উন্নত জীবনের আশায় বিদেশে পাড়ি দেয়ার স্বপ্ন দেখেছিল। বিদেশ যাওয়ার আগে বেকার বসে না থেকে রাজধানীর ইসলামপুরে একটি কাপড়ের দোকানে সেলসম্যান এর কাজ করতো।
মৃতের বড় ফুফু সালেহা বেগম জানায়, রবিবার রাতে ওয়াটার বাস ডুবির পর থেকেই আমরা নুহিনের সন্ধানে নদীর পাড়ে বসে ছিলাম। ফায়ার সার্ভিসের ডুবুরিরা একে একে একজন করে উদ্ধার হয় আর ভাবি এই বুঝি নুহীনকে পাওয়া গেল। কিন্তু সোমবার সকালে উদ্ধার অভিযান শেষ হওয়ার পরও নুহিনের কোন খবর পাওয়া যায়নি। ছেলে নিখোঁজ থাকার খবর পেয়ে তার মালয়েশিয়া প্রবাসী বাবা দেশে এসেছে। ভেবেছিল এসে হয়তো ছেলেকে আবার জীবিত দেখতে পাবে। কিন্তু এখন তার লাশ পাওয়া গেল।
সদরঘাট নৌ পুলিশের এসআই রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে জানান, ওয়াটার বাস ডুবিতে উদ্ধার অভিযান আনুষ্ঠানিকভাবে শেষ হলেও কোন পরবর্তীতে ভাসমান অবস্থায় কোন লাশ পাওয়া যেতে পারে এজন্য আমাদের টহল অব্যাহত ছিল। টহল চলাকালীন রাত সাড়ে দশটার দিকে মিলবার এলাকায় একটি ভাসমান লাশ উদ্ধার করা হয়। পরবর্তীতে ওয়াটার বাস ডুবিতে নিখোঁজ নহিনের স্বজনরা লাশটি শনাক্ত করে। নিহতের লাশ সুরতহাল শেষে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নুহিন নিখোঁজ থাকার ঘটনায় ও পরিবারের পক্ষ থেকে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল।
Leave a Reply